জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখল করার অপরাধে নোয়াখালীর কবিরহাট পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান এবং তার স্ত্রী সামিরা শারমিন-এর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার সকালে দুদক নোয়াখালীর উপ-সহকারি পরিচালক চিন্ময় চক্রবর্তী বাদি হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা তৎসহ দন্ডবিধি, ১৮৬০-এর ১০৯ ধারায় একটি নিয়মিত মামলাটি দায়ের করেন।
জানা গেছে, ২০১১ সালে প্রথবার কবিরহাট পৌরসভার মেয়র নির্বাচিত হন জহিরুল হক রায়হান। এরপর আরও দুই মেয়াদে তিনি মেয়র পদে নির্বাচিত হন।
গত ৫আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের আগ পর্যন্ত তিনি মেয়র পদে বহাল ছিলেন। মেয়র পদে থাকাকালীন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূতভাবে অনেক সম্পদ অর্জন করেন।
এমন অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান শুরু করে। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে গত ২০১৯ সালে জহিরুল হক রায়হান ও তার স্ত্রী সামিরা শারমিন তাদের সম্পদ বিবরণী দাখিল করেন। ওই বিবরণীতে রায়হানের স্ত্রী একজন গৃহিনী এবং তার আয়ের কোনো বৈধ উৎস ও ব্যবসায়িক ট্রেড লাইসেন্স পাওয়া যায়নি।
দুদক নোয়াখালীর উপ-পরিচালক মো. ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটি তদন্তকালে ঘটনার সাথে অন্য কারও সংশ্লিষ্টতা ও অন্য কোন তথ্য পেলে তাও আইনামলে আনা হবে। দুর্নীতি দমন কমিশন মামলাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251030233957.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন