গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বিশেষ মোনাজাতের জন্য নির্দেশনা জারি করেছে। চিঠিতে আগের মতোই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া প্রার্থনার কথা উল্লেখ করা হয়েছে।
গাসিক উপ-সচিব নমিতা দে স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫। সরকারি সিদ্ধান্ত মোতাবেক দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে ঐ দিন সুবিধাজনক সময়ে আপনার মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ করা হল।’
এ নির্দেশনাকে ঘিরে গাজীপুরের বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানতে চাইলে গাসিক উপ-সচিব নমিতা দে বলেন, পূর্বের চিঠি কপি করার কারণে এমন হয়েছে। বিষয়টি মানবিক ভুল। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি।

 
                            -20250325110235.webp) 
                                    -25325-20250325080631.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন