অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে বরগুনাগামী এম বি রয়েল ক্রু-২ ও রাজারহাট বি লঞ্চ স্টাফ ও যাত্রীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ২০-২৫ জন আহত হয়।
এই ঘটনায় বেতাগী থানা পুলিশ লঞ্চ যাত্রী ২৮ জনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আটককের স্বজনরা থানার সামনে গাছ ফেলে অবরোধ করেছে মুক্তির দাবিতে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শনিবার (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৫ টায় ঢাকা সদরঘাট থেকে এম বি রয়েল ক্রু-২ ও রাজারহাট লঞ্চ বরগুনার উদ্দেশ্যে ছেড়ে আসে। রাতে যাত্রীদের কাছে সরকার কর্তৃক নির্ধারিত ভাড়া জনপ্রতি ৪০০ টাকার স্থলে ৮০০-১০০০ টাকা আদায় করে। এ সময় যাত্রীরা প্রতিবাদ করলে লঞ্চের স্টাফ কর্মচারিদের সাথে মারামারির ঘটনা ঘটে। এতে ২০-২৫ জন যাত্রী আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এ ঘটনায় থানা পুলিশ খবর পেয়ে বেতাগী লঞ্চঘাট থেকে এম বি রয়েল ক্রু-২ ও রাজারহাট লঞ্চের ২৮ জন যাত্রীদের আটক করে বেতাগী থানায় নিয়ে আসে। এদিকে আটকের ঘটনাকে কেন্দ্র করে তাদের স্বজনরা বেতাগী থানার সামনে এসে অবরোধ করে।
বেতাগী সদর ইউনিয়নের আটক পারভেজের (২০) মা শিউলি আক্তার বলেন, ` আমার ছেলে পারভেজ ঘুমন্ত অবস্থায় ছিল , ঘুমন্ত অবস্থায় থেকে পুলিশ তুলে নিয়ে আসে।
এই একই দাবি জানান, আটককৃত রুবেল খন্দকার (২৪) , আরাফাত (১৫) এর স্বজনরা। তারা আরো বলেন,` আগামিকাল ঈদ অথচ ছেলে থাকবে কারাগারে, মুক্তি না দিলে আমাদের কোন ঈদ হবে না।
বেতাগী থানার ওসি মো. মনিরুজ্জামান মনির বলেন,` গনমাধ্যমের সাথে এই মুহূর্তে কোন বক্তব্য দিতে রাজি না। অভিযোগের ভিত্তিতে আটককৃত ঘটনার সাথে জড়িত কিনা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্দোষ হলে জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ পেলেই ছেড়ে দেওয়া হবে।`

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন