বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপির কোন নেতাকর্মী অন্যায় কাজে জড়িয়ে পড়লে কাউকে ছাড় দেয়া হবেনা। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি হতে হবে। আমাদের কাজ হচ্ছে অপরাধে যুক্ত নেতাকর্মীদের বহিস্কার করা আর প্রশাসনের কাজ হচ্ছে আইনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে অপরাধীর বিচার নিশ্চিত করা।
রোববার রাত ৯টায় উপজেলার দুলারহাট থানার আবুবকরপুর ইউনিয়ন ৪নম্বর ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দল নেতা আলামিনের মারধরে নিহত মাসুদের পরিবারের খোঁজ খবর নেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানের পর তিনি এসব কথা বলেছেন।
তিনি আরও বলেছেন, আমরা চাই আগামী দিনে কেউ যেন আলামিনের মতো এমন জঘন্য কাজ আর যেন করতে না পরে। আলামিন আমাদের সংগঠনের একজন কর্মী ছিলো, আমরা অস্বীকার করবো না। যতক্ষণ পর্যন্ত সে অন্যায় করেনি সে আমাদের কর্মী ছিল। যখন সে অন্যায় করেছে সে আমাদের দলের কেউ নন। তাকে দল থেকে বহিষ্কার করেছি। আলামিনের মতো ভবিষ্যতে কেউ যদি চরফ্যাশন ও মনপুরায় অন্যায় কাজে জড়িয়ে পড়ে আমরা তাকে ছাড় দেবো না।
এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির সদস্য বেল্লাল উদ্দিন টিপু, চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি কয়ছার আহাম্মেদ কমল, পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সোহেল, পৌর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মোমিনুল ইসলাম ভুট্টু প্রমুখ।
উলেখ্য, গত শুক্রবার (৪ এপ্রিল) সকালে চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার আবুবকরপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলামিনের মারধরে ওই ওয়ার্ডে ক্ষুদ্র ব্যবসায়ী মাসুদ নিহত হন।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন