যশোরের চৌগাছায় রিক্তা বেগম (৪০) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহতের সতীনের ছেলে হত্যার সাথে জড়িত বলে অভিযোগ উঠেছে।
বুধবার (০৯ এপ্রিল) তার স্বামীর বাড়িতেই এ ঘটনা ঘটে।
নিহত রিক্তা চৌগাছা উপজেলার ঢেঁকিপোতা গ্রামের রোকনুজ্জামান ওরফে রোকনের দ্বিতীয় স্ত্রী। ঘটনার পর থেকে রোকন তার প্রথম স্ত্রী ও ছেলে পলাতক রয়েছে।পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
স্থানীয়রা জানান, রোকন ৬ মাস আগে রিক্তাকে বিয়ে করে। এরপর প্রথম স্ত্রী বিলকিস ও তাদের ছেলে বরকতসহ এক বাড়িতে বসবাস করে আসছিলেন। কিন্তু বাপের দ্বিতীয় বিয়ে মেনে নিতে পারছিলেন না ছেলে। ফলে পারিবারিক কলহ চলে আসছিলো। এরই জের ধরে রিক্তাকে খুন করা হতে পারে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনার দিন সকাল ১০ টার দিকে রোকন মাঠে কাজ করতে যান। তার প্রথম স্ত্রী বিলকিস গিয়েছিলেন বাজারে।
এই সুযোগে বরকত তার সৎ মা রিক্তাকে গলা কেটে হত্যা করে। আশেপাশের লোকজন রক্তমাখা অবস্থায় বরকতকে পালিয়ে যেতে দেখেছে। পরে প্রথম স্ত্রীকে নিয়ে রোকনও পালিয়ে গেছে। রিক্তার মৃতদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন