বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নতুন বছর ১৪৩২ কে বরণ করল বাগেরহাটবাসী।
সোমবার (১৪ এপ্রিল) বাগেরহাটে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা স্টেডিয়াম থেকে শুরু একটি আনন্দ শোভাযাত্রা র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা হয়।
আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, বাগেরহাট জেলা পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ।
এ আনন্দ শোভাযাত্রায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ শিক্ষক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অংশ নেন।
জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, বাগেরহাট জেলা পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ। এ সময় উপস্থিত ছিলেন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান প্রমুখ।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন