নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে পহেলা বৈশাখের মেলায় ঘুরতে নিয়ে লাকি বেগম ফুন্নি (১৮) নামের এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে স্বামী।
এ ঘটনায় নিহতের স্বামী সাকিবকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার রাত ৯টার দিকে একলাশপুর হাফেজ মহিউদ্দিনের মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লাকি বেগম তার স্বামী শাকিবের সঙ্গে নোয়াখালী মেডিকেল কলেজ এলাকার বেদে পল্লীতে থাকত।
পুলিশ জানায়, এক বছর আগে লাকির সঙ্গে সাকিবের বিয়ে হয়। পারিবারিক বিষয় নিয়ে গত কয়েকদিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। সোমবার বিকেলে পহেলা বৈশাখ উপলক্ষে লাকিকে মেলায় নিয়ে যাওয়ার কথা বলে সাকিব। সন্ধ্যায় মেডিকেল কলেজ এলাকা থেকে দুজনে একসঙ্গে একলাশপুর মেলায় আসে।
কিছুক্ষণ ঘোরাঘুরির পর তারা দুজন নাগরদোলায় ওঠে। নাগরদোলার ভেতরে লাকিকে জবাই করে দেয় শাকিব। পরে বিষয়টি টের পেয়ে উপস্থিত লোকজন সাকিবকে আটক করে মেলায় কর্তব্যরত পুলিশের হাতে সোপর্দ করে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান বলেন, অভিযুক্ত সাকিবকে আটক করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের মৃতদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন