যশোরে এক বোঁটায় ৩০টি লাউ ধরার বিরল ঘটনা ঘটেছে। নগরীর চৌগাছা উপজেলার যাত্রাপুর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জেম ওসমান আলীর বাড়িতে দেখা গেছে এমন আজব দৃশ্য । এক বোঁটায় ৩০টি লাউ দেখতে উৎসুক জনতা ভিড় করছে তার বাড়িতে।
সরেজমিন ওই বাড়িতে দেখা যায়, বড় লাউমাচায় একটি বোঁটায় ৩০টির মতো লাউ ঝুলে আছে। তবে এর মধ্যে একটি লাউয়ের ওজন ৩০০ গ্রামের মতো। বাকিগুলো ১০০ গ্রামের মতো হবে। এগুলো বড় হওয়ার প্রক্রিয়ায় রয়েছে।
ওসমান আলী বলেন, বাড়িতে থাকা বীজ দিয়ে লাউয়ের চারা তৈরি করেন। প্রথম থেকে গাছে ভালোই বড় বড় লাউ ধরে। কিছু লাউ খাওয়াও হয়েছে। কয়েকদিন আগে হঠাৎ একই থোকায় কয়েকটি লাউ ধরেছে। কিছুদিন যেতে না যেতে দেখেন-একই বোঁটা ফেটে অসংখ্য লাউ ধরছে। এর মধ্যে একটি বোঁটায় ৩০টির মতো লাউ ধরেছে। সেগুলোর মধ্যে বেশকিছু বড়ও হচ্ছে। দেখে মনে হয় একটি থোকায় সব লাউ ঝুলে আছে। এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থান থেকে মানুষ লাউ দেখতে আসছে।
ওসমান আলীর ভাই লোকমান হোসেন বলেন, জীবনে প্রথম দেখলাম এমন ঘটনা। এটা আমার কাছে আশ্চর্য ঘটনা মনে হয়েছে।
খবর শুনে চৌগাছা থেকে লাউ দেখতে যান সাগর নামে এক যুবক। তিনি বলেন, খবর শুনে আমি লাউ দেখতে এলাম। দেখে অবাক হয়ে গেছি। একটি থোকায় ৩০টি লাউ, এটা আমার কাছে অলৌকিক মনে হচ্ছে।
চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন বলেন, এমন ঘটনা আমার চাকরি জীবনে প্রথম। তবে হতে পারে এক বোঁটা থেকে অনেক ফুল হয়েছে এবং সেগুলো সঠিক পরাগায়ন হওয়ায় লাউ হয়েছে। তবে আমরা এর সঠিক বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজছি।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন