খুলনার রূপসায় অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। উপজেলার খান মোহাম্মদপুর এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রূপসার শ্রীফলতলা ক্যাম্প স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ।
এর আগে বুধবার (১৬ এপ্রিল) অপহরণে অভিযুক্ত মো. হিমেল হাওলাদার সোহাগকে (২৮) গ্রেপ্তার করা হয়।
অপহরণের ঘটনায় রূপসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার সোহাগকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (১৬ এপ্রিল) রূপসার আইচগাতী ইউনিয়নের নবপল্লী এলাকায় অভিযানে মো. হিমেল হাওলাদার সোহাগকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রূপসার শ্রীফলতলা ক্যাম্প স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ।
অপহৃত ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে স্কুলে যাওয়ার সময় হিমেল হাওলাদার বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। ভুক্তভোগীর বাবা-মা বিষয়টি জানার পর হিমেল হাওলাদারকে অনুরোধ করেন, যেন তাদের মেয়েকে আর উত্ত্যক্ত না করেন। কিন্তু হিমেল আরও ক্ষিপ্ত হয়ে গত ৯ এপ্রিল সকালে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মদপুর এলাকা থেকে মেয়েটিকে অপরহণ করেন।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন