চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া বরইতলিতে যাত্রীবাহী এসআই এন্টারপ্রাইজ গাড়ির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার বরইতলি বানিয়ারছড়া স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ড এলাকার মনুর আলমের ছেলে শহিদুল ইসলাম সোহেল (২৭) ও একই এলাকার কামাল হোসেনের ছেলে নুরুল্লাহ (২৫)।
স্থানীয়রা জানান, চট্টগ্রামমুখী যাত্রীবাহী এসআই এন্টারপ্রাইজ বাসটি কক্সবাজারমুখী অটোরিকশাকে ধাক্কা দিলে চালক ও ১জন যাত্রী ঘটনাস্থলে প্রাণ হারান। পরে হাইওয়ে থানা পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
দুর্ঘটনার শিকার অটোরিকশা ধুমড়ে-মুচড়ে গেছে এবং এসআই এন্টারপ্রাইজ গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশের টিম পাঠানো হয়। ঘটনাস্থল থেকে দুইজনকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
ক্ষতিগ্রস্ত অটোরিকশা এবং এসআই এন্টারপ্রাইজ বাসটি জব্দ করা হয়েছে। বাসচালক পালিয়ে গেছেন।
এদিকে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে উল্লেখ করে দ্রুত এ মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন