খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ শিক্ষার্থীসহ ৬ জনকে উদ্ধারে যৌথবাহিনী অভিযানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ৭ জনকে আটক করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সকালে এই অভিযান পরিচালনা করা হয়।
যৌথবাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পূর্ণ চন্দ্র কার্বারী পাড়ার একটি বাড়িতে ভোরে অভিযান চালানো হয়। এ সময় সন্ত্রাসীরা পালিয়ে গেলেও তাদের ব্যবহৃত বিভিন্ন সামরিক পোশাক, সাংগঠনিক নথিপত্র, বই, গুলি, খাদ্য সামগ্রীসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এর আগে, গত বুধবার (১৬ এপ্রিল) খাগড়াছড়ি থেকে ক্যাম্পাসে ফেরার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) নেতাসহ পাঁচ শিক্ষার্থী ও আরও একজন অপহৃত হন। এ ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করে প্রতিদ্বন্দ্বী সংগঠন জেএসএস।
অপহৃতরা হলেন- পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ-পিসিপি চবির শাখা সদস্য রিশন চাকমা ও তার চার বন্ধু বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, প্রাণিবিদ্যা বিভাগের লংঙি ম্রো এবং চারুকলা বিভাগের অলড্রিন ত্রিপুরা। তারা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

 
                             
                                    -20250124030050.jpg)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন