ঢাকা শনিবার, ০৩ মে, ২০২৫

দিনাজপুরে দুই কৃষকের বদলে ২ ভারতীয়কে তুলে আনল গ্রামবাসী

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২, ২০২৫, ০৩:২৮ পিএম
ফাইল ছবি

দিনাজপুরের বিরলে সীমান্ত থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার প্রতিবাদে দুই ভারতীয় নাগরিককে ধরে এনেছে স্থানীয় গ্রামবাসী।

শুক্রবার (২ মে) দুপুর ১২টার দিকে উপজেলার ধর্মজৈন সীমান্তে এ ঘটনা ঘটে।

দিনাজপুরের বিরল থানা পুলিশ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মজৈন সীমান্তে ধান কাটছিলেন মাসুদ ও এনামুল নামের ওই দুই কৃষক। এ সময় তাদের ধরে নিয়ে যায় বিএসএফের সদস্যরা। 

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে দুই ভারতীয় নাগরিককে ধরে এনেছে স্থানীয় গ্রামবাসী। তাদের নাম অবিনাশ টুডু ও ফিলিপ সরেন। পরে তাদের কারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত দুই দেশের নাগরিক বিনিময়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এদিকে, ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। গত রাতে মহেশপুর উপজেলার কুশুমপুর সীমান্তের পিপুলবাড়িয়া গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।