গাইবান্ধায় পত্রিকা বিক্রেতা ও অটোচালক আনিসুর রহমানকে ডেকে নিয়ে হত্যার ঘটনায় আরও ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১ মে) রাত ১২টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে একজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, আনিসুর রহমান হত্যায় গাইবান্ধা থানায় দায়ের করা মামলায় র্যাব-৩-এর টিম বৃহস্পতিবার তদন্তে নামে। এদিন রাত ১২টার দিকে অভিযান চালিয়ে গাইবান্ধা শহরের বানিয়ারজান এলাকা থেকে কবির আলম, থানসিংহপুর এলাকা থেকে রাসেল মিয়া, সাদুল্লাপুর বুজরুক পাটানেছা গ্রামের বাড়ি থেকে শহিদুল ইসলাম বাবু ও ক্ষুদ্র রসুলপুর গ্রামের বাড়ি থেকে রাশেদ মন্ডলকে গ্রেপ্তার করে।
পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী গ্রেপ্তার রাশেদ মন্ডলের গ্যারেজ থেকে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়।
এর আগে, গত ২৫ এপ্রিল রাত দেড়টার দিকে গাইবান্ধা শহরের রেলগেট এলাকা থেকে যাত্রীবেশে আনিসুর রহমানের অটোরিকশা ভাড়া নেওয়ার কথা বলে গাইবান্ধা স্টেডিয়ামের পেছনে নির্জন সড়কে ডেকে নেন আসামিরা। তারপর উপর্যুপরি ছুরিকাঘাত করে।
গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তায় ফেলে ছিনতাইকারীরা অটোরিকশাটি নিয়ে যায়। পরদিন ২৬ এপ্রিল সকালে লোকজন আহত আনিসুর রহমানকে গাইবান্ধা জেনারেল হাসপাতাল নেওয়া হয়।
পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
আপনার মতামত লিখুন :