ঢাকা বুধবার, ০৭ মে, ২০২৫

বগুড়ায় শিক্ষককে পেটানো সেই ছাত্রের জামিন নামঞ্জুর

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: মে ৬, ২০২৫, ০৫:৪৮ পিএম
অভিযুক্ত শিক্ষার্থী হৃদয়। ছবি- সংগৃহীত

বগুড়ায় প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় অভিযুক্ত ১০ম শ্রেণির ছাত্র হৃদয়ের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৬ মে) দুপুরে বগুড়া আদালতে হৃদয়সহ চার জন আসামির জামিনের আবেদন করা হয়।

এ সময় হৃদয়ের বাবা মোস্তাফিজুর রহমান, মা বিজলী বানু ও ফুফুর জামিন মঞ্জুর করেছেন আদালত।

তবে হৃদয়ের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ক্লাসে অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে আদমদীঘির কৈকুড়ী রহিম-মজিদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান হৃদয়কে পরামর্শ দিলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে।

এরপর গত ৩০ এপ্রিল সন্ধ্যায় হৃদয়ের বাড়ির পাশে মাছের পুকুরে খাবার দিতে গেলে শিক্ষক আতিয়ার রহমানকে হত্যার উদ্দেশ্যে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটায় হৃদয়। এতে শিক্ষকের ঠোঁট ও নাক মারাত্মকভাবে জখম হয়।

ঘটনার পরদিন প্রধান শিক্ষকের স্ত্রী আম্বিয়া আক্তার বাদী হয়ে হৃদয়, তার বাবা, মা ও ফুফুকে আসামি করে আদমদীঘি থানায় মামলা দায়ের করেন।

আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘আসামিরা ঘটনার পর থেকে পলাতক ছিল। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবশেষে সোমবার দুপুরে আদালতে হাজির হওয়া মাত্র তাদের গ্রেপ্তার দেখানো হয়।’

একই সময়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেন।