গাজীপুর মহানগরীর টঙ্গীর মেঘনা মাঠের পূর্ব পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি)। উদ্ধার করা জমির পরিমাণ ২৪২ শতাংশ, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১২০ কোটি টাকা।
বুধবার (৭ মে) টঙ্গী অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম এই অভিযানের নেতৃত্ব দেন। এতে সহযোগিতা করেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকানিক্যাল) সুদীপ বসাক, টঙ্গী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফ হোসেন।
এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘জিরো টলারেন্স নীতির ভিত্তিতে অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে। এতে শুধু জমিই উদ্ধার হয়নি বরং একটি সামাজিক কল্যাণমূলক উদ্যোগেরও সূচনা হয়েছে।’
‘দীর্ঘদিন ধরে এই এলাকাটি দখল করে রাখা হয়েছিলো। মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত ছিলো। উদ্ধার করা জমিতে এখন খেলার মাঠ ও একটি বিদ্যালয় করা হবে।’
আপনার মতামত লিখুন :