বরগুনার আমতলীতে বিল থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে কোহিনুর বেগম (৪২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় ওই নারীর সঙ্গে থাকা ছেলে বেঁচে যায়। সোমবার (১২ মে) বিকেলে আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের দক্ষিণ ডালাচাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কোহিনুর বেগম ডালাচাড়া গ্রামের মো. জামাল মিস্ত্রীর সহধর্মিণী। তিনি দুই সন্তানের মা। বজ্রপাতে তার একটি গরুও মারা গেছে।
স্বজনরা জানান, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের দক্ষিণ ডালাচাড়া গ্রামের মো. জামাল মিস্তিরির স্ত্রী কোহিনুর বেগম তার ছেলে নাজমুল ইসলামকে নিয়ে সোমবার সন্ধ্যায় বিল থেকে গরু আনতে যান। গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় তিনি।
আমতলী থানার ওসি মো. আরিফুর ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারা তথ্য সংগ্রহ করছে।
এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তারেক হাসান বলেন, নিহতের পরিবার আবেদন করলে সরকারি বিধি অনুযায়ী তাদের সহায়তা প্রদান করা হবে।
আপনার মতামত লিখুন :