বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ মে) দুপুর ১২টার দিকে শেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার সুঘাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহিদুর রহমান (৫৭) ও কুসুম্বি ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি ফজলুর রহমান (৬৮)।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টার দিকে শেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামের মৃত আলী আশরাফের ছেলে ও সুঘাট ইউনিয়ন (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুরকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নের বাঁশবাড়িয়া বাজার এলাকা থেকে বাঁশবাড়িয়া গ্রামের মৃত ওসমান আলীর ছেলে ও ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
শেরপুর থানার ওসি এসএম মঈনউদ্দিন বলেন, ‘নাশকতা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ ও কৃষকলীগ নেতাকে আদালতে পাঠানো হয়েছে।’

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন