পটুয়াখালীর কলাপাড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় মিরান নামের এক যুবকের ডান হাত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। একইসঙ্গে তার বাম হাতও কেটে ফেলার চেষ্টা চালানো হয়।
মঙ্গলবার (১০ জুন) রাত ৯টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের মধুপাড়া বাজার এলাকায় একটি সালিশি বৈঠকের পর এ হামলার ঘটনা ঘটে।
আহত মিরান বালিয়াতলী ইউনিয়নের ছোট বালিয়াতলী গ্রামের মো. রফিক খন্দকারের ছেলে। অভিযুক্ত হামলাকারী তার চাচাতো ভাই সোহেল খন্দকার।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিরান ও সোহেলের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে মঙ্গলবার রাতে মধুপাড়া বাজারে সালিশি বৈঠক বসে। বৈঠক শেষ হওয়ার কিছুক্ষণ পর মিরান একা থাকাকালে সোহেল পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। সোহেলের ধারালো অস্ত্রের কোপে মিরানের ডান হাত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাম হাতেও গুরুতর জখম হয়।
স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
কলাপাড়া থানার তদন্ত কর্মকর্তা ইলিয়াস তালুকদার বলেন, ‘খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের ধরতে রাতেই অভিযান চালানো হয়। বর্তমানে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন