পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শেষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম পুনরায় চালু হয়েছে।
রোববার (১৫ জুন) সকাল ৯টা থেকে শুরু হয়েছে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।
ভোমরা কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু মুছা গণমাধ্যমকে বলেন, ‘৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ঈদের ছুটির কারণে বন্দর দিয়ে কোনো পণ্য আমদানি-রপ্তানি হয়নি। তবে ১৫ জুন (রোববার) সকাল ৯টা থেকে যথারীতি কার্যক্রম শুরু হবে।’
 
তিনি আরও জানান, ভোমরা বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০টি ট্রাক পণ্য চলাচল করে। ব্যবসায়ীদের সম্মতিতে দুই দেশের কর্মকর্তাদের ছুটি নিশ্চিত করতেই এ সময় বন্দরটি বন্ধ রাখা হয়। ভারতের ঘোজাডাঙা এবং বাংলাদেশের ভোমরা— উভয়পাশ থেকেই কার্যক্রম বন্ধ ছিল।
এদিকে, যাত্রী চলাচল ছিল স্বাভাবিক। তবে স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ইমিগ্রেশন ও স্বাস্থ্য বিভাগ ছিল তৎপর। ভোমরা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা তুফান মণ্ডল জানান, ‘প্রতিদিন প্রায় ৩০০ পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করেন। ঈদের ছুটির মধ্যেও যাত্রী চলাচল অব্যাহত ছিল। আমাদের মেডিকেল টিম নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও নজরদারি চালিয়ে যাচ্ছে।’
বন্দরের কার্যক্রম শুরু হওয়ায় ব্যবসায়ী মহলে স্বস্তি ফিরেছে। ঈদের ছুটি শেষে পুনরায় চালু হওয়া বন্দর ঘিরে সীমান্তবর্তী এলাকায় বাণিজ্যিক কর্মকাণ্ডে নতুন করে গতি এসেছে।
অন্যদিকে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) ভোমরা স্থলবন্দর থেকে রাজস্ব আদায় হয়েছে ৮৮৯ কোটি ৫৭ লাখ টাকা, যা নির্ধারিত লক্ষ্যমাত্রা ৭৯৮ কোটি ৭৩ লাখ টাকা ছাড়িয়ে গেছে।
বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আমদানি-রপ্তানি পুরোদমে শুরু হওয়ায় রাজস্ব আহরণ আরও বাড়বে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে আশা করছেন তারা।

 
                             
                                    


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন