পাবনার ভাঙ্গুড়ায় ভাঙা রেললাইনের ওপর পাটের বস্তা ফেলে পার করা হয়েছে চারটি আন্তঃনগর ট্রেন। এমন ঘটনায় রেলপথে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
মঙ্গলবার (২৪ জুন) সকালে পাবনার ভাঙ্গুড়া পৌরসদরের উত্তর সারুটিয়া এলাকায় ঈশ্বরদী-ঢাকা রেললাইনে। এলাকাবাসীর চোখে পড়ে রেললাইনের প্রায় আট ইঞ্চি দীর্ঘ একটি ফাটল।
ভাঙ্গুড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার আরিফুল ইসলাম জানান, সকালে পথচারীরা রেললাইনের ক্ষতির বিষয়টি জানান। পরে রেল বিভাগের মিস্ত্রিরা ঘটনাস্থলে গিয়ে ব্লক জয়েন্টে বড় ফাটল দেখতে পান।
তিনি বলেন, এই কারণে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি বড়াল ব্রিজ স্টেশনে প্রায় ৪৮ মিনিট দাঁড়িয়ে ছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর মিস্ত্রিরা ভাঙা স্থান আংশিক মেরামত করেন এবং বাকিটায় পাটের বস্তা (ছালা) ভরে ট্রেনটি ধীরে ধীরে পার করেন।
এরপর একইভাবে নীলসাগর এক্সপ্রেসসহ আরও দুটি আন্তঃনগর ট্রেনকে ভাঙা রেললাইনের ওপর দিয়ে পার করা হয়।
অবশেষে রেললাইনটি মেরামতের কাজ শেষ হলে দুপুর ২টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান রেল কর্মকর্তারা।
স্থানীয়রা বলছেন, ভাঙা লাইনে পাটের বস্তা ব্যবহার করে ট্রেন চালানো চরম ঝুঁকিপূর্ণ এবং অবহেলার পরিচয়। এমন ঘটনায় প্রাণহানির ঝুঁকিও ছিল বলে মনে করছেন রেল বিশেষজ্ঞরা।
এ বিষয়ে রেলওয়ের পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি গঠন হয়েছে কি না, তা জানা যায়নি।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন