দুই দিনের অচলাবস্থা কাটিয়ে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের পর সোমবার (৩০ জুন) সকাল থেকে বন্দরটি স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসে।
সকালেই নির্ধারিত সময় অনুযায়ী কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা অফিসে হাজির হন। ফলে ভারতীয় পণ্যবোঝাই ট্রাকগুলো সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করতে শুরু করে।
বিষয়টি নিশ্চিত করেছেন পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম।
তিনি জানান, ‘এনবিআর কর্মকর্তাদের কর্মবিরতির কারণে গত দুই দিন এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। এতে ভারতের মহদিপুর বন্দরে প্রায় ৭০০ পণ্যবোঝাই ট্রাক আটকে পড়ে। বাংলাদেশ থেকেও বেশকিছু পণ্যবাহী ট্রাক রপ্তানির অপেক্ষায় ছিল।’
এই অচলাবস্থায় কাস্টমস বিভাগ প্রায় ৭ কোটি টাকার রাজস্ব হারিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে সোমবার সকাল থেকেই বন্দরজুড়ে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য ও গতি। ব্যবসায়ীদের মুখে ফিরে এসেছে স্বস্তির হাসি।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন