বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ০১:৩৫ পিএম

৫ বছর বিদ্যালয়ে না এসেও বেতন-ভাতা পাচ্ছেন কেরানি

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ০১:৩৫ পিএম

লোহাবই এ এইচ সরকার বালিকা উচ্চ বিদ্যালয়। ছবি- সংগৃহীত

লোহাবই এ এইচ সরকার বালিকা উচ্চ বিদ্যালয়। ছবি- সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় পাঁচ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও প্রধান শিক্ষকের সহযোগিতায় নিয়মিত বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে উপজেলার লোহাবই এ এইচ সরকার বালিকা উচ্চ বিদ্যালয়ের কেরানি রেনুয়ারা আক্তারের বিরুদ্ধে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, রেনুয়ারা আক্তার দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন এবং চিকিৎসাধীন। এ অবস্থায় তিনি বিদ্যালয়ের কোনো কার্যক্রমে অংশগ্রহণ না করলেও বেতন ও ভাতাসহ অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছেন।

স্থানীয়দের অভিযোগ, মানসিকভাবে অসুস্থ এই কর্মচারী কর্মস্থলে না থেকেও প্রধান শিক্ষকের সহযোগিতায় কাগজে-কলমে নিয়মিত কর্মরত হিসেবে দেখানো হচ্ছে।

তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কেরানি রেনুয়ারা আক্তার পাঁচ বছর ধরে অনুপস্থিত থেকেও বছরের পর বছর বেতন তুলে নিচ্ছেন। আর এই দুর্নীতি ও অনিয়মে জড়িত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান। তার সহযোগিতা ছাড়া দীর্ঘ সময় ধরে একজন কর্মচারীর অনুপস্থিতি গোপন রাখা সম্ভব নয় বলে মনে করছেন অনেকেই।

রেনুয়ারা আক্তার মানসিক রোগী হওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হয়নি রেনোয়ারা আক্তারের পরিবার।

এ বিষয়ে প্রধান শিক্ষক আতিকুর রহমান জানান, মানবিক কারণে তাকে বেতন দেওয়া হচ্ছে।

উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা কামাল জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে, তাদের সিদ্ধান্তেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, কর্মস্থলে না এসে বেতন-ভাতা উত্তোলনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, এখানে মানবিকতা দেখানোর সুযোগ নেই। দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পেলে, প্রধান শিক্ষকসহ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!