বগুড়ার ধুনট উপজেলায় অপহরণের চার দিন পর শাকিলা আক্তার (১৪) নামে এক মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রাসেল শেখ (২৩) নামে এক কাঠমিস্ত্রি যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ধুনট থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠায়।
গ্রেপ্তারকৃত রাসেল শেরপুর উপজেলার মধ্যভাগ গ্রামের মাখন শেখের ছেলে। অপহৃত ছাত্রী ধুনট উপজেলার কান্দুনিয়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে এবং কাদাই দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
মামলার এজাহারে জানা যায়, এক মাস আগে কাঠের কাজ করতে গিয়ে রাসেলের সঙ্গে শাকিলার পরিচয় হয়। এরপর রাসেল প্রেমের প্রস্তাব দিলেও শাকিলা তা প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে ২৯ জুন সকালে মাদ্রাসায় যাওয়ার পথে শাকিলাকে সিএনজি অটোরিকশায় জোর করে তুলে অপহরণ করে সে।
ঘটনার দিনই শাকিলার বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নামে। বুধবার রাতে শেরপুরের মধ্যভাগ এলাকা থেকে শাকিলাকে উদ্ধার এবং রাসেলকে গ্রেপ্তার করা হয়।
ধুনট থানার এসআই হায়দার আলী জানান, ভিকটিমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং আদালতে জবানবন্দি গ্রহণ করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
তিনি আরও বলেন, রাসেল শেখ পূর্বেও একই কৌশলে আরও দুটি মেয়ের সর্বনাশ করেছে বলে প্রমাণ মিলেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :