দিনাজপুরের পার্বতীপুরে মাদকদ্রব্য সেবন ও নেশাজাতীয় ট্যাবলেট রাখার অপরাধে নাঈম (৩০) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় এ আদালত পরিচালনা করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন। পরদিন শুক্রবার (৪ জুলাই) সকালে সাজাপ্রাপ্ত ওই যুবককে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পার্বতীপুর রেলওয়ে জংশনের ১ নম্বর প্ল্যাটফর্মে মাদকসেবীদের নিয়মিত আড্ডা বসে বলে অভিযোগ রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে পার্বতীপুর রেলওয়ে থানার পুলিশসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেন।
অভিযানে পার্বতীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে নাঈমকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তার দেহ তল্লাশি চালিয়ে নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে পার্বতীপুর রেলওয়ে থানার ওসি ফকরুল ইসলাম বলেন, ‘পার্বতীপুরে মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
আপনার মতামত লিখুন :