নারায়ণগঞ্জের চাষাঢ়ায় জমি নিয়ে বিরোধের জেরে জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি গোলাম সারোয়ার সাঈদকে মারধর করার ঘটনা ঘটেছে। সোমবার (৭ জুলিই) দুপুরে চাষাঢ়া বাগে জান্নাত মসজিদ সংলগ্ন পৌর মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, চাষাঢ়ার ওই মার্কেটের একটি দোকানকে কেন্দ্র করে মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। আশিকুর রহমান নামের এক ব্যক্তি নিজেকে ওই দোকানের মালিক দাবি করেন। অন্যদিকে, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক গোলাম সারোয়ার সাঈদ একই দোকানের মালিকানা দাবি করেন এবং মালিকানাসংক্রান্ত মামলায় জয়ী হয়েছেন।
আজ সোমবার দুপুরে সাঈদ এক্সকাভেটর ব্যবহার করে দোকানটি ভাঙার চেষ্টা করলে আশিকুর রহমানের পক্ষ থেকে সাবেক কাউন্সিলর ও বিএনপির বহিষ্কৃত নেতা শওকত হাশেম শকু, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাহবুব হাসান জুলহাস এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা ঘটনাস্থলে পৌঁছে বাগবিতণ্ডায় জড়ান। পরে তাদের অনুসারীরা সাঈদের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করে।
হামলার শিকার গোলাম সারোয়ার সাঈদ বলেন, ‘এই দোকানের মালিক আমি। আমি সব আইনগত প্রক্রিয়া মেনেই কাজ করছিলাম। আমার সঙ্গে জুলহাসের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, আমি তার সঙ্গে তর্কে জড়াইনি। আমি শুধু বলেছিলাম, যদি তার কাছে বৈধ কাগজপত্র থাকে তা দেখান। আমারও রয়েছে। যদি আমার কাগজপত্র অনুযায়ী মালিকানা না পাওয়া যায়, তাহলে আমি স্বেচ্ছায় চলে যাব। কিন্তু তারা আমাকে হঠাৎ করে আক্রমণ করেছে। আমি আইনগত ব্যবস্থা নেব।’
অন্যদিকে স্বেচ্ছাসেবক দলের নেতা সাখাওয়াত ইসলাম রানা বলেন, ‘আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম, এক্সকাভেটর দিয়ে দোকান ভেঙে ফেলার খবর শুনে। আমি বারবার তাকে আইন মেনে চলার পরামর্শ দিয়েছি। আমরা তার কোনো ক্ষতি করিনি।’
সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু বলেন, ‘সিটি করপোরেশনে দোকান এক্সকাভেটর দিয়ে ভাঙার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। সাঈদ আমাকে জানান, রাস্তার জন্য দোকানটি ভাঙতে হয়েছে। আমি তাকে আইনি পথে যাওয়ার পরামর্শ দিয়েছি। কিন্তু তিনি হঠাৎ হাতাহাতিতে লেগে পড়েন।’
নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সংবাদমাধ্যমকে বলেন, ‘ঘটনাটি আমার জানা গেছে। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 
                            -20250707134205.webp) 
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন