জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়ন যুবদলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যমূলক অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় তারাকান্দি-ভূয়াপুর মহাসড়কের পিংনা মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ শেষে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন পিংনা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, ছাত্রদলের সভাপতি তমাল হোসেন এবং সাধারণ সম্পাদক রবিউল তালুকদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা আব্দুল মোতালেব দুদু, মো. জুলফিকার আলী, সম্রাট হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, মো. নোমান, শ্রমিক নেতা মো. জুলহাস এবং কলেজ ছাত্রদল নেতা মো. স্বাধীন মিয়াসহ স্থানীয় যুবকর্মীরা।
বক্তারা অভিযোগ করেন, ‘আধার আলো সংবাদ’ নামের একটি ফেসবুক আইডি থেকে পরিকল্পিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে যুবদল নেতা জিয়াউর রহমান জিয়া এবং সাকাওয়াত হোসেনের সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে।
তারা বলেন, এ ধরনের অপপ্রচার রাজনীতিকে কলুষিত করার অপচেষ্টা মাত্র। বক্তারা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন