বগুড়ায় শিক্ষানবিশ এক নারী আইনজীবীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে পাবনার চাটমোহর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মামুনুর রশিদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক জিয়া উদ্দিন মাহমুদ শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার এজাহারে জানা যায়, ২০২৩ সালের ১৩ এপ্রিল বগুড়ার কাহালু উপজেলায় অভিযুক্ত মামুনুর রশিদ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই নারী আইনজীবীকে ধর্ষণ করেন। ঘটনার পর দীর্ঘ সময় অপেক্ষা করেও প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায়, শেষ পর্যন্ত ভুক্তভোগী নারী ২০২৩ সালের ৮ আগস্ট আদালতের দ্বারস্থ হন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেন।
তদন্ত চলাকালীন সময় অভিযুক্ত কর্মকর্তা তার কর্মস্থলে অনুপস্থিত থাকেন, যা গণমাধ্যমে প্রকাশিত হলে দেশজুড়ে তা আলোচনার জন্ম দেয়। পরে তিনি উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পান।
প্রায় এক বছর পর তদন্ত শেষে বৃহস্পতিবার পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। শুনানিকালে আসামিপক্ষ জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে মামুনুর রশিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হান্নান বলেন, ‘এটি কেবল একজন নারীর ন্যায়বিচারের জন্য লড়াই নয়, এটি সমাজের প্রতিটি নারীর অধিকার রক্ষার সংগ্রাম। আদালতের সিদ্ধান্ত আমাদের আশাবাদী করেছে।’
আপনার মতামত লিখুন :