সোমবার, ১৪ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০২:৪১ পিএম

বরগুনায় নির্বাচন অফিসে আগুন

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০২:৪১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বরগুনা জেলা নির্বাচন অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন ধরনের কাগজপত্রসহ কয়েকটি কম্পিউটার ও বিভিন্ন আসবাবপত্র আগুনে পুড়ে বিনষ্ট হয়েছে।

সোমবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে জেলা শহরের নির্বাচন অফিস কার্যালয়ে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনির উজ্জামান।

জেলা নির্বাচন অফিস কার্যালয় সূত্রে জানা যায়, সকালে দায়িত্বপ্রাপ্ত নাইটগার্ড পর্দা টানানোর সময় পরিচ্ছন্নতাকর্মী অফিস কক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন। এ সময় তিনি একটি রুম থেকে ‘কটকট’ শব্দ শুনতে পান। পরে বিষয়টি অন্যদের জানান। লোকজন এসে অফিসের হিসাব শাখার একটি রুমে আগুন জ্বলতে দেখে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই রুমে থাকা পুরাতন ভোটার তালিকা, ব্যালট বাক্স, একটি কম্পিউটার, একটি ফটোকপি মেশিন, একটি ফ্রিজ এবং বেশকিছু আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ ফাইলপত্র পুড়ে যায়।

অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনির উজ্জামান বলেন, ‘নাইটগার্ড পর্দা টানিয়ে চলে যাওয়ার কিছুক্ষণ পর পরিচ্ছন্নতাকর্মী আগুন লাগার শব্দ শুনে বিষয়টি জানায়। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে ফোন করলে তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সময় বেশির ভাগ কর্মচারী ঘুমিয়ে থাকায় তাৎক্ষণিকভাবে কেউ বুঝতে পারেননি। ফলে রুমটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্য কক্ষগুলো ধোঁয়ায় আচ্ছন্ন হয়।’

এ বিষয়ে বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ বলেন, ‘সকাল ৭টা ২৬ মিনিটে আমরা খবর পাই। স্টেশন কাছাকাছি হওয়ায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন মূল স্টোরে ছড়াতে পারেনি, কেবল হিসাব শাখা নামের একটি রুমেই সীমাবদ্ধ ছিল।’

তিনি আরও বলেন, ‘সেই কক্ষে থাকা একটি কম্পিউটার, ফটোকপি মেশিন ও কিছু ফাইলপত্র পুড়ে গেছে। তবে মূল স্টোর যেখানে প্রচুর মালামাল সংরক্ষিত ছিল তা সম্পূর্ণভাবে অক্ষত রয়েছে।’

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ‘এ ব্যাপারে তদন্ত চলছে। যেহেতু নাইটগার্ড ও অন্যান্য কর্মচারী উপস্থিত ছিলেন, তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।’

Shera Lather
Link copied!