কক্সবাজারের চকরিয়ায় চুরি করতে গিয়ে টুরিস্ট পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আবুল কালাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
আবুল কালাম চকরিয়া কাহারিয়া ঘোনা ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মেহের আলীর ছেলে।
চকরিয়া থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিচার প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, গত সোমবার রাত আনুমানিক ৩টার দিকে আবুল কালাম রান্নাঘরের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে। তার হাতে ছিল একটি ধারালো দা ও একটি টর্চলাইট। ঢুকেই তিনি পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর রান্নাঘরে নিয়ে গিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে।
এ ঘটনায় পরদিন ১৫ জুলাই সকালে চকরিয়া থানায় ধর্ষণ, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা করা হয়। এরপর পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত আবুল কালামকে গ্রেপ্তার করে।