চলচ্চিত্র ও ফ্যাশন অঙ্গনে পরিচিত মুখ সুনেরাহ বিনতে কামাল এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মানসিক যুদ্ধের কথা শেয়ার করেছেন। সাম্প্রতিক একটি পোস্টে তিনি লিখেন, ‘আমাকে বাঁচাতে কেউ আসছে না।’ এই বাক্যটি এখন তার জীবনের ব্যক্তিগত মন্ত্র হয়ে দাঁড়িয়েছে।
নিজের সামাজিক মাধ্যমের একটি পোস্টে সুনেরাহ জানান, সময় যতই যাচ্ছে, তার দিনগুলো তত কঠিন হয়ে উঠছে।
রাতে ঘুমাতে না পেরে ঘণ্টার পর ঘণ্টা ছাদের দিকে তাকিয়ে থাকেন তিনি, আর তখন চিন্তায় আচ্ছন্ন হয়ে পড়েন। লেখেন, ‘তখন সেই অনুভূতিগুলোও ধীরে ধীরে অবসন্ন হয়ে পড়ে।’
নিজের মনের অস্থিরতা নিয়েও খোলাখুলি লেখেন সুনেরাহ। জানান, যখন তিনি কিছু করছেন না তখন মনের ভিতর ভিড় করে হাজারো চিন্তা। ‘আমি কী কী করতে পারি যাতে বাকিদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারি। অন্তত এমন কিছু, যাতে মনে হয় আমি এগোচ্ছি। কারণ সবাই যেন অনেক আগেই দৌড়ে এগিয়ে গেছে, আর আমি এখনও ফিনিশ লাইনের দেখা পাইনি।’
সুনেরাহর এই আত্মমুখী স্বীকারোক্তি ইতোমধ্যে অনুরাগীদের মধ্যে উদ্বেগ ও সহমর্মিতা জাগিয়েছে। তার এই লেখায় একদিকে যেমন উঠে এসেছে একজন তারকার ভেতরের চাপা যন্ত্রণা, তেমনি বাস্তব জীবনের কঠোর চ্যালেঞ্জেরও প্রতিফলন ঘটেছে।