বিএনপি'র স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে এনসিপি কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে লালদিঘীর পাড় ও বহদ্দারহাটে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রামের বাঁশখালী, নগরীর লালদিঘীর পাড় এবং বহদ্দারহাটে শনিবরা রাতে একযোগে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কারা নির্যাতিত নেতা এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লেয়াকত আলী চেয়ারম্যানের নির্দেশে এসব কর্মসূচি পালিত হয়।
বাঁশখালী উপজেলা, পৌরসভা ও বিভিন্ন কলেজ ছাত্রদলের উদ্যোগে একটি বিশাল প্রতিবাদ ও মশাল মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. সারোয়ার আলম, যুবদলের সাবেক দপ্তর সম্পাদক ছাবের আহমদ, উপজেলা কৃষকদলের সভাপতি ডাক্তার আকবর, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মেম্বার ফজল কাদের।
চট্টগ্রাম দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক সরকারি আলাওল কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ আশিকুর রহমান, পৌরসভার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোরশেদ প্রমুখ।