বগুড়ার শেরপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (২১ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সিরাজুল ইসলাম নাশকতা, হামলা, হত্যাচেষ্টা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। তিনি শাহবন্দেগী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এদিন শেরুয়া দহপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার সময় হঠাৎ সিরাজুল ইসলামের ছেলে নজরুল ইসলাম লিটন, ভাতিজাসহ পরিবারের প্রায় ২০-২৫ জন নারী-পুরুষ পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা সিরাজুলকে ছিনিয়ে নেয়। এতে পুলিশের চার সদস্য এসআই সরাফত, কনস্টেবল নুরনবী, আইনুল ইসলাম ও সিরাজুল ইসলাম (পুলিশ সদস্য) আহত হন।
আহতরা বর্তমানে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ঘটনার পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলাকারীদের মধ্যে সিরাজুলের ছেলে নজরুল ইসলাম লিটনকে আটক করে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরীন বলেন, ‘নাশকতা মামলার আসামিকে গ্রেপ্তারের সময় তার পরিবারের লোকজন পরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন