গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও সৈয়দা রিজওয়ানা হাসান।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে তারা গোপালগঞ্জে পৌঁছান।
পরিদর্শনের সময় তারা জানান, সহিংসতার ঘটনায় একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কমিশনের নেতৃত্বে থাকবেন একজন বিচারপতি এবং তাতে সুশীল সমাজের প্রতিনিধিরাও থাকবেন।
দুপুরে উপদেষ্টা ফাওজুল কবির খান ও রিজওয়ানা হাসান গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে রাজনৈতিক দল, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
এর আগে তারা জেলা কারাগার, জুলাই স্মৃতিস্তম্ভ, এনসিপির সভাস্থল ও জেলা প্রশাসকের বাসভবনসহ সহিংসতায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো ঘুরে দেখেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘এ সহিংসতার গভীরে যাবে সরকার। মানুষ নিহত হয়েছে—এটা সবচেয়ে বেদনাদায়ক। প্রধান উপদেষ্টা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন। তিনি আমাদের এখানে পাঠিয়েছেন যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে এবং প্রশাসন যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।’
উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী ও অন্যান্য সংস্থা সম্মিলিতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করতে গিয়ে আহত হয়েছেন। তাদের আমরা ধন্যবাদ জানাতে এসেছি।’
তিনি আরও বলেন, ‘এই সরকার শহীদদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত, আহত ২০-৩০ হাজার মানুষের আত্মত্যাগের ফসল। তাই গোপালগঞ্জ হোক বা অন্য জেলা—সবই আমাদের দায়।’
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদসচিব শেখ আবদুর রশীদ, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

 
                             
                                    


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন