ডোবার পানিতে কাপড় পরিষ্কার করতে গিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে পানিতে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের বাতিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দুই সন্তানের জননী নিহত শিরিন বেগম (৪২) ওই গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।
নিহতের বাবা শের আলী জানান, আজ বৃহস্পতিবার সকালে মেয়ে শিরিন বাড়ির পাশের ডোবায় কাপড় পরিষ্কার করতে গিয়েছিলেন। সেখানে পানিতে পড়ে ডুবে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, বিয়ের আগে থেকেই তার মেয়ের মৃগী রোগ ছিল। আগুন ও পানি দেখলে এই রোগ বেড়ে যায়। ধারণা করা হচ্ছে, ওই কারণেই শিরিন ডোবার পানিতে পড়ে ডুবে গিয়েছিলেন।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251030233957.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন