ঝিনাইদহের শৈলকুপায় অভিযান চালিয়ে অস্ত্র ও মোটরসাইকেলসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে উপজেলার নিত্যনন্দনপুর ইউনিয়নের শেখরা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো দক্ষিণ মনোহরপুর গ্রামের সানাউল্লাহ মিয়ার ছেলে সাইফুল ইসলাম পাভেল, আজগর আলী শেখের ছেলে আলী রাজ শেখ, মৃত কিয়াম উদ্দিনের ছেলে সোবাদ আলী।
তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৮ রাউন্ড তাজা গুলি এবং দুটি মোটরসাইকেল জব্দ করে সেনাবাহিনী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হোসেন মণ্ডলের ছেলে জিয়া মণ্ডল এবং সাইফুল ইসলাম পাভেলের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। সম্প্রতি শেখরা বাজারে একটি মোটরসাইকেল দুর্ঘটনা কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এর জের ধরে বৃহস্পতিবার রাতে সাইফুল ইসলাম পাভেলসহ ৮-১০ জন জিয়া মণ্ডলের বাড়িতে গেলে এলাকাবাসীর সন্দেহ হয় তারা ডাকাত। এতে উত্তেজিত জনতা তিনজনকে ধরে গণপিটুনি দেয়। এ সময় সাইফুল ইসলাম পাভেল গুরুতর আহত হন।
এলাকাবাসী ঘটনাস্থলে দুটি বিদেশি পিস্তল ও দুটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখে সেনাবাহিনীকে খবর দেয়। পরে শৈলকুপা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আসিফ মোস্তফার নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে অস্ত্র ও যানবাহনসহ তিনজনকে আটক করে।
আটক সাইফুল ইসলাম পাভেলের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বাকি দুই আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শৈলকুপা থানার ওসি (তদন্ত) মো. শাকিল আহমেদ বলেন, ‘সেনাবাহিনী দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি ও দুটি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং অন্যদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

 
                             
                                    
-20250725172206.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251030233957.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন