নাটোরের সিংড়া উপজেলার খেজুরতলা বাজার এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাবেয়া খাতুন (১০) নামে এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার খেজুরতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাবেয়া উপজেলার আতাইকুলা আদর্শ গ্রামের বাসিন্দা এবং স্থানীয় খেজুরতলা মসজিদের ইমাম হাফেজ রাজু আহমেদের কন্যা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি তার পিতার কাছ থেকে আইসক্রিম কিনে রাস্তা পার হচ্ছিল। এ সময় নাটোর থেকে বগুড়াগামী একটি বেপরোয়া ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় রাবেয়া। মেয়েটির মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, খেজুরতলা বাজার এলাকায় দীর্ঘদিন ধরেই যানবাহন চলাচলে অব্যবস্থাপনা এবং বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা বেড়ে গেছে। তারা দ্রুতগতির নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
খবর পেয়ে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ও সিংড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে জব্দ করে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চালককে আটকের জন্য অভিযান চলছে।’

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন