নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (২৫ জুলাই) রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ড মিজমিজি বাতেন পাড়া ক্যানেল পাড় এলাকায় ইব্রাহিম মিয়ার চারতলা বাড়ির একটি ভাড়া ঘরে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত গৃহবধূর নাম ইতি আক্তার (২৫) এবং তাকে হত্যা করেন তার স্বামী বিল্লাল (৩২)। পুলিশ নিহতের স্বামীকে গ্রেপ্তার করেছে।
শনিবার (২৬ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনুর আলম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানিয়েছে, বিল্লাল তার স্ত্রী ইতি আক্তারকে রুটি বানানোর বেলনা দিয়ে পিটিয়ে হত্যা করেন এবং এরপর ওই ঘরে তার মরদেহ রেখে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়রা চিৎকার শুনে পুলিশকে খবর দেন।
এক প্রত্যক্ষদর্শী ভাড়াটিয়া জানান, ‘শুক্রবার রাত ১১টার দিকে ওই ফ্ল্যাটের ৩য় তলায় চিৎকার শুনে ভেতরে ঢুকে দেখেন ইতি আক্তারের নিথর দেহ পড়ে আছে এবং তার স্বামী বিল্লাল লাশ নিচে ফেলে রেখেছেন।’
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিল্লালকে গ্রেপ্তার করে এবং মৃতদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
ওসি শাহিনুর আলম বলেন, ‘রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
আপনার মতামত লিখুন :