চট্টগ্রামের মীরসরাই উপজেলায় এক ব্যতিক্রমী ও মজার ঘটনা ঘটেছে। এক বিয়ের বরযাত্রীরা ভুল করে আরেক বিয়ের ভোজে গিয়ে খাবার খেয়ে ফেলেছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৫ জুলাই) মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে অবস্থিত ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জোরারগঞ্জ ইউনিয়নের মাত্র ৫০০ মিটার দূরত্বে অবস্থিত দুটি কমিউনিটি সেন্টার—ফাইভ স্টার ও সোনালী কমিউনিটি সেন্টারে একসাথে চলছিল দুটি বিয়ের অনুষ্ঠান।
দুপুরে মধ্যাহ্নভোজের সময় সোনালী কমিউনিটি সেন্টারের আমন্ত্রিত প্রায় ৭০ জন বরযাত্রী ভুল করে ঢুকে পড়েন ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে। এরপর তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই অন্য বিয়ের খাবার খেয়ে নেন।
এ বিষয়ে ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে আয়োজিত বিয়ের পক্ষের একজন সদস্য তাসিব তানজিল বলেন, ‘আলহামদুলিল্লাহ, তারা প্রায় ১০০ জন খাওয়ার পরও আমাদের খাবার শেষ হয়নি। আমরা একেবারেই মন খারাপ করিনি। যার রিজিক যেখানে লেখা আছে, তা সেখানেই যায়।’
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা শাহিন আলম বলেন, ‘আমাদের বাড়ির পাশেই সোনালী কমিউনিটি সেন্টারে বিএনপির এক নেতার মেয়ের বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। তবে তাদের বরযাত্রীরা ভুল করে পাশের ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে ঢুকে পড়ে এবং সেখানে খাবার খেয়ে চলে যান।’
স্থানীয়দের মধ্যে কেউ কেউ বিষয়টিকে ‘ভুল বোঝাবুঝির হাস্যকর কিন্তু মানবিক ঘটনা’ বললেও আয়োজকদের ইতিবাচক মনোভাবকে সবার প্রশংসা কুড়িয়েছে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন