নাটোরের বড়াইগ্রামে পৃথক দুইটি মহাসড়কে একই সময় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৬ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার নগর কয়েনবাজার এলাকায় বনপাড়া-কুষ্টিয়া মহাসড়কে একটি প্রাইভেটকার ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নিহত হন ভ্যানচালক আবুল হাশেম (৫৫)। তিনি বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ি কাটাশকোল গ্রামের মৃত আবু বক্করের ছেলে।
একই সময়ে উপজেলার বড়াইগ্রাম থানার মোড় এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধানখেতে পড়ে যায়। এতে চালক জিয়াদুর রহমান (২২) গুরুতর আহত হন। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাসিন্দা। তাকে প্রথমে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকার ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :