রবিবার, ২৭ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ০৬:৩২ পিএম

নোয়াখালীতে বাঁধ ভেঙে উপকূলের জনজীবন বিপর্যস্ত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ০৬:৩২ পিএম

হাতিয়ায় উপকূলীয় অঞ্চলের বাড়িঘরে পানি উঠে গেছে। ছবি- রূপালী বাংলাদেশ

হাতিয়ায় উপকূলীয় অঞ্চলের বাড়িঘরে পানি উঠে গেছে। ছবি- রূপালী বাংলাদেশ

নোয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়ায় অমাবস্যা ও নিম্নচাপের প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙে পড়েছে। এর ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, ফসলের ক্ষেত ও মাছের ঘের। তিন কিলোমিটার এলাকাজুড়ে বেড়িবাঁধ ভেঙে পড়ায় উপকূলের জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।

দুই দিন নৌযান চলাচল বন্ধ থাকার পর রোববার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে হাতিয়ার সঙ্গে নৌ যোগাযোগ স্বাভাবিক হয়। উপজেলার চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী নিয়ে একটি সি-ট্রাক নলচিরা ঘাটে পৌঁছায়।

দুপুরের দিকে নলচিরা ঘাট থেকেও যাত্রীবাহী ট্রলার ছেড়ে যায় চেয়ারম্যান ঘাটের উদ্দেশে। তবে এখনো অনেক চরের সঙ্গে নৌ ও সড়ক যোগাযোগ ব্যাহত রয়েছে।

স্থানীয়রা জানান, টানা বৃষ্টি ও অসাভাবিক জোয়ারের পানিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের ক্ষেত, মাছের ঘের ও কাঁচা বাড়িঘরের। এতে কর্মহীন হয়ে পড়েছেন এখানকার নিম্নআয়ের মানুষ। চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। জোয়ারের পানিতে পানিবন্দি রয়েছেন বেড়িবাঁধের বাইরের বেশ কিছু পরিবার। জোয়ারে সুখচর ইউনিয়নের ৩টি ওয়ার্ডের অধিকাংশ এলাকা ডুবে যায়।

হাতিয়ায় উপকূলে বিভিন্ন জায়গায় পানি উঠে গেছে। ছবি- রূপালী বাংলাদেশ

এসব এলাকায় জোয়ারের পানিতে নিমজ্জিত হয়েছে বসতঘর, রান্নাঘর, আঙিনা, রাস্তাঘাট ও মাছের ঘের। সুখচর ছাড়াও নলচিরা, চরইস্বর। এ ছাড়া নিঝুম দ্বীপের বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে। উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দমারচর, ঢালচর, চরগাসিয়া, নলের চর, বয়ার চর, চর আতাউর ও মৌলভীর চর এই চরাঞ্চলগুলোতেও ঢুকে পড়েছে জোয়ারের পানি।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নোয়াখালী কার্যালয় সূত্রে জানা যায়, অমাবস্যা ও নিম্নচাপের প্রভাবে প্রবল জোয়ারে তুপানিয়া, আল-আমিন গ্রাম ও নলচিরা এলাকায় প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।

অপরদিকে গত দুই দিনের বৃষ্টিপাতে জেলা শহর মাইজদীসহ সদর, বেগমগঞ্জ, সেনবাগ ও কবিরহাট উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। নোয়াখালী পৌরসভার ড্রেন ও খালে ময়লা-আবর্জনা জমে থাকার কারণে পানি নামতে না পারায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, জোয়ারের পানিতে এখানকার বেশ কিছু বেড়িবাঁধ ক্ষতিগ্রস্থ হয়েছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্থ কিছু বেড়িবাঁধের কাজ শুরু হয়েছে। আবহাওয়া ভালো থাকায় হাতিয়ার সঙ্গে নৌ যোগাযোগ শুরু হয়েছে।
 

Shera Lather
Link copied!