বন্দরনগরী চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ ভূ-কম্পন অনুভূত হয়।
ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আতঙ্কে অনেকেই ঘর-বাড়ি ছেড়ে বাইরে ছুটে আসেন।
স্থানীয়রা জানান, কম্পনের সময় বাসার জানালা-দরজা সামান্য কেঁপে ওঠে। এতে এলাকাজুড়ে কিছুটা আতঙ্ক তৈরি হয়।
ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় হতে পারে। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমিকম্পের কারণে কোনো উদ্ধার তৎপরতার প্রয়োজন হয়নি এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।