নাটোরের লালপুরে নিলা বেগম (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় উপজেলার নান্দ-রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ নিহতের শাশুড়ি মোছা. মর্জিনা বেগম (৫০)-কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ঘটনার পর থেকে স্বামী মোজাফফর হোসেন (৩২) ও শ্বশুর খোশবার হোসেন পলাতক রয়েছেন।
নিহত নিলা বেগম ওই গ্রামের মোজাফফর হোসেনের স্ত্রী এবং পাশের ছোট ময়না গ্রামের নেফাজ আলী সরকারের কন্যা। তার চার বছর বয়সী একটি ছেলে রয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সন্ধ্যায় নিলা নিজ শয়নকক্ষে একা ছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শাশুড়ি ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং থানায় খবর দেন।
লালপুর থানা ও ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।
ওয়ালিয়া ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মুস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই এবং মরদেহ উদ্ধার করে থানায় পাঠাই। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’
এদিকে স্থানীয়দের কয়েকজন বাসিন্দার দাবি, নিলা বেগম দীর্ঘদিন ধরে পারিবারিক নির্যাতনের শিকার ছিলেন।
তবে পুলিশ বলছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং পলাতক স্বামী-শ্বশুরসহ সংশ্লিষ্টদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন