দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমানকে মারধর ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে হাকিমপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে।
ঘটনার পরদিন রাতেই জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির পক্ষ থেকে মামুনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ স্থগিত করে পত্র প্রেরণ করা হয়। বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্ব পালনরত অবস্থায় ডা. মশিউর রহমানের ওপর হামলা চালায় মামুনসহ ১০-১২ জনের একটি দল।
ঘটনার প্রতিবাদে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা দেড় ঘণ্টা কর্মবিরতি পালন করেন। তবে ঘটনার একদিন পরও কোনো আইনি পদক্ষেপ না নেওয়ায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
জেলা সিভিল সার্জন জানিয়েছেন, হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।
ঘটনার বিবরণ
হাসপাতালের কেবিনে ভর্তি থাকা এক রোগীর স্বজন ফাইম বাকবু বলেন, ‘আমার বাবাকে চিকিৎসা শেষে রিলিজ দেওয়া হচ্ছিল। তখন পাশের কেবিনে কিছু চেঁচামেচি শুনি। পরে শুনি ডাক্তার সাহেবকে মারধর করা হয়েছে।’
ডা. মশিউর রহমান জানান, ‘একজন রোগী ফারুক ও তার স্ত্রী ১২-১৩ দিন ধরে ভর্তি ছিলেন। তারা এখন সুস্থ। আমি তাদের রিলিজ দিতে চাইলে তারা আপত্তি জানান এবং এ নিয়ে বাকবিতণ্ডা হয়। এরপর জরুরি বিভাগে দায়িত্ব পালনকালে মামুনসহ একটি দল আমাকে বাইরে যেতে বলে, গালিগালাজ করে। একপর্যায়ে একজন আমাকে ঘুষি মেরে গলা চেপে ধরে বাইরে নিয়ে যায় এবং মোবাইল ফোনটি কেড়ে নেয়।’
তিনি আরও বলেন, ‘আমার সহকর্মীরা আমাকে উদ্ধারে এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়।’
অভিযুক্ত মামুন দাবি করেন, ‘ডাক্তার আমাকে ধাক্কা দিয়েছে, তখন আমার সঙ্গীরা উত্তেজিত হয়ে পড়ে। তবে আমি নিজে তাকে মারিনি। মোবাইল ফোনও ফেরত দেওয়া হয়েছে।’
বিএনপি নেতার প্রতিক্রিয়া
উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। আমি হাসপাতালে গিয়ে মামুনকে ডাক্তারের সামনে শাস্তি দিই এবং তাকে মাফ চাইতে বাধ্য করি। বিষয়টি সেখানেই মীমাংসা হয়েছে।’
প্রশাসনের বক্তব্য
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশরাফুল ইসলাম বলেন, ‘দিনদুপুরে চিকিৎসকের ওপর হামলা স্বাস্থ্য বিভাগের জন্য চরম অপমানজনক। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। হাকিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি জেনেছে।’
হাকিমপুর থানার ওসি (তদন্ত) এস এম জাহাঙ্গীর আলম জানান, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। আমি নিজেও ঘটনাস্থলে যাই। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে আজ (শুক্রবার) পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।’
দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস বলেন, ‘কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলার বিষয়টি দুঃখজনক। তারা আমাদের কাছে অভিযোগ না করে মারধর করেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা আইনি প্রক্রিয়ায় যাব।’
দলীয় ব্যবস্থা
ঘটনার দিন রাতেই জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজু মুন্সীর স্বাক্ষরিত পত্রে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে হাকিমপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ স্থগিত করা হয়েছে। পত্রে জেলা আহ্বায়ক ও সদস্য সচিবের অনুমোদনের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

 
                            -20250801181417.webp) 
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন