রবিবার, ০৩ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ১২:৫৫ পিএম

ব্যাংকে হামলার প্রধান আসামি যুবদল নেতা গ্রেপ্তার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ১২:৫৫ পিএম

বহিষ্কৃত যুবদল নেতা লোকমান হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। ছবি- সংগৃহীত

বহিষ্কৃত যুবদল নেতা লোকমান হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। ছবি- সংগৃহীত

পাবনার চাটমোহরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফৈলজানা শাখায় হামলা, ভাঙচুর এবং ব্যাংক কর্মকর্তাদের মারধরের ঘটনায় প্রধান আসামি বহিষ্কৃত যুবদল নেতা লোকমান হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। 

শনিবার (২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে চাটমোহর উপজেলার ফৈলজানা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব-১২, সিপিসি-২ পাবনা।

গ্রেপ্তার লোকমান ফৈলজানা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি ফৈলজানা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং একই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। ঘটনার পরদিন, গত শুক্রবার রাতে জেলা যুবদল তাকে দল থেকে বহিষ্কার করে।

র‍্যাব-১২ এর পাবনা সিপিসি-২ ইউনিটের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এনামুল হক জানান, গত ৩১ জুলাই দুপুরে লোকমান হোসেন ও তার সহযোগীরা ফৈলজানা শাখার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ঢুকে ভাঙচুর চালান এবং ব্যাংক কর্মকর্তাদের মারধর করে আহত করেন।

তদন্তে জানা যায়, লোকমান হোসেন ব্যাংক থেকে তিন লাখ টাকা ঋণ নিয়েছিলেন, যা দীর্ঘদিন ধরে পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ঋণ খেলাপির মামলা দায়ের করে। মামলার পর ক্ষিপ্ত হয়ে তিনি এ হামলা চালান।

এ ঘটনায় ব্যাংক ম্যানেজার শামসুজ্জামান নয়ন বাদী হয়ে চাটমোহর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা অনুযায়ী র‍্যাব অভিযান চালিয়ে প্রধান আসামি লোকমানকে গ্রেপ্তার করে এবং পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য তাকে চাটমোহর থানায় হস্তান্তর করে।

চাটমোহর থানার ওসি মনজুরুল আলম বলেন, ‘গ্রেপ্তার লোকমানকে রোববার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

Shera Lather
Link copied!