ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫

সংখ্যালঘুদের হামলাকারীদের উসকানি, সাংবাদিক গ্রেপ্তার

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০৬:৩৪ পিএম
গ্রেপ্তার দৈনিক যুগের আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক হাবিবুর রহমান সেলিম। ছবি- রূপালী বাংলাদেশ

রংপুরের গঙ্গাচড়ার বেতগাড়ী ইউনিয়নের আলদাতপুরে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় হাবিবুর রহমান সেলিম নামের এক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে ওই সাংবাদিককে রংপুর সদরের হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর চওড়াপাড়ায় নিজ বাড়ি থেকে আটক করে থানায় সোপর্দ করে সেনাবাহিনী। পরে রবিবার সকালে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সাংবাদিক রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক হাবিবুর রহমান সেলিম। তিনি আলদাতপুরে সংখ্যালঘুদের ওপর হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে হামলাকারীদের সরাসরি উসকানি দিয়েছেন।

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান জানান, ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলাকারীদের উসকানি দেওয়ার অনেক ভিডিও ও অডিও দেখে তাকে আটক করে সেনাবাহিনী। জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় সোপর্দ করে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ভিডিওতে দেখা গেছে তিনি হামলাকারীদের উসকানি দিচ্ছেন।

ওসি আরও জানান, আলদাতপুরে ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার (৩ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।