বগুড়ার কাহালু উপজেলার কর্নিপাড়া এলাকায় একটি জমির ড্রেন থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় ইটভাটার পাশে জমির ড্রেনের পানিতে লাশটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। লাশটি পচে ফুলে যাওয়ায় চেহারা বিকৃত হয়ে গেছে এবং তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার বলেন, ‘যুবকটির আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।’
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। লাশটি সম্ভবত মানসিক ভারসাম্যহীন কোনো ব্যক্তির হতে পারে। তিনি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য লাশটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়দের কেউ এখনো লাশটির পরিচয় শনাক্ত করতে পারেননি। পুলিশ বলছে, পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :