ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫

চালকের চোখের ঘুম কেড়ে নিল একই পরিবারের ৭ জনের প্রাণ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ১১:০৯ এএম
আহত ও নিহতের উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি- রূপালী বাংলাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জে চালকের চোখে ঘুম চলে আসায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই ওমানপ্রবাসী বাহার উদ্দিনের পরিবারের সদস্য।

বুধবার (৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের পূর্ব চন্দ্রগঞ্জের গজদীশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ওমানপ্রবাসী বাহার উদ্দিনের মা মোরশিদা (৫৫), স্ত্রী কবিতা (২৪), মেয়ে মিম, ভাবি লাবনী (৩০), ভাতিজি রেশমী (৮), লামিয়া ফয়জুন্নেসা (৯) এবং বৃদ্ধ নানী (৮০)। তারা সবাই লক্ষ্মীপুর জেলার হাজীপাড়া ইউনিয়নের পশ্চিম চৌপল্লী গ্রামের বাসিন্দা।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন ভূঁইয়া বলেন, ‘ওমান থেকে ফেরা প্রবাসী বাহার উদ্দিনকে নিয়ে পরিবারের সদস্যরা ঢাকা বিমানবন্দর থেকে একটি মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন। পথে ভোর সাড়ে ৫টার দিকে মাইক্রোবাসটি পূর্ব চন্দ্রগঞ্জের গজদীশপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়।’

স্থানীয়রা দুর্ঘটনাস্থলে ছুটে এসে মরদেহগুলো উদ্ধার করে। পরে নোয়াখালীর বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন।

ওসি মোবারক হোসেন ভূঁইয়া আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের ঘুমের কারণেই এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে। দুর্ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।’