রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০১:২৬ পিএম

প্রেমে ব্যর্থ হয়ে ৩ পৃষ্ঠার চিঠি লিখে বেরোবির শিক্ষার্থীর আত্মহত্যা

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০১:২৬ পিএম

জিতু রায়। ছবি- সংগৃহীত

জিতু রায়। ছবি- সংগৃহীত

প্রেমঘটিত কারণে নিজ বাড়ির সামনে থাকা আম গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিতু রায়। গলায় ফাঁস নেওয়ার আগে সু্ইসাইড নোটে প্রেমিকার উদ্দেশে তিনি লিখেন, ‘আই লাভ ইউ, মৃত্যুর পরেও তোমাকে ভালোবেসে যাব’।

নিহত জিতু রায় বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলায়। 

গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) জিতুর লেখা সুইসাইড নোট থেকে জানা যায়, দীর্ঘ ৪ বছরের প্রেমে ব্যর্থ হয়ে ৩ পৃষ্ঠার একটি চিঠি লিখে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন। 

জিতু চিঠিতে লেখেন, তোমার সঙ্গে আমার অনেকবার শারীরিক সম্পর্ক হয়, যেটা তুমি কখনো অস্বীকার করতে পারবে না। তোমার শেষ কথা ছিল আমাকে ভুলে যাও। কিন্তু আমি তোমাকে ভুলতে পারলাম না। তোমাকে মৃত্যুর পরেও ভালোবেসে যাব।’

জিতু আরও লেখেন, ‘তোমার জন্য আমি অনেক কিছু করেছি। কিন্তু দিনশেষে প্রমাণ করে দিলে তুমি সুখের জন্য আমার জীবনে আসনি। আমার জীবনকে গলা টিপে হত্যা করার জন্য আসছিলে। আজকে আমার মৃত্যুর জন্য তুমিই দায়ী, শুধু তুমি।’

এ ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ইলিয়াছ প্রামানিক দুঃখ প্রকাশ করে বলেন, ‘এসব সমস্যা সমাধানের জন্য এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের উদ্যোগে প্রতি বুধবার একজন মনোরোগ ডাক্তার আমাদের বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করা হয়েছে। আমাদের শিক্ষার্থীরা যারা বিভিন্ন কারণে ডিপ্রেশনে থাকে, এ ডাক্তারের কাছে আসলে তারা অবশ্যই ভালো পরামর্শ পাবেন আশা করা যায়  

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো ফেরদৌস রহমান বলেন, ‘এটা অবশ্যই দুঃখজনক ঘটনা। শিক্ষার্থীদের এমন ডিপ্রেশন এ সুপরামর্শের জন্য প্রতি বুধবার আমাদের বিশ্ববিদ্যালয় একজন মনোরোগ বিশেষজ্ঞ আসেন। প্রয়োজনে আমরা এ বিষয়ে আরও জোরালো পদক্ষেপ গ্রহণ করবো।’

Link copied!