ঢাকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

যুবলীগ নেতা ও শীর্ষ সন্ত্রাসী লিটন গ্রেপ্তার

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৬:০৯ এএম
রফিকুল ইসলাম লিটন। ছবি- সংগৃহীত

কিশোরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত যুবলীগ নেতা রফিকুল ইসলাম লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম লিটন (৪৮) একই এলাকার মৃত আব্দুস সালাম লালু মিয়ার ছেলে এবং পাকুন্দিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি।

জানা যায়, গত বছর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ছাত্রদের ওপর খুনের উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে হামলা ও তাতে সহযোগিতার অভিযোগে পাকুন্দিয়া থানায় দায়ের করা একটি মামলায় লিটনকে গ্রেপ্তার করা হয়েছে।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম লিটনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমি দখল এবং নারী কেলেঙ্কারির মতো গুরুতর অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে।

এছাড়াও, লিটন তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে অন্যের জমি জোরপূর্বক দখল করতেন এবং মসজিদ-মাদ্রাসার ইমামদের ওপর হামলা চালিয়ে আহত করার মতো অপরাধে জড়িত ছিলেন।

পাকুন্দিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সুজায়েত হোসেন লিটনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ চেষ্টার পর এই কুখ্যাত যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলার একজন আসামি।