বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব বলেছেন, ‘বিগত সরকারের আমলে ফেনী পৌরসভার ৩নং ওয়ার্ডে আওয়ামী লীগের সন্ত্রাসীদের অবস্থান ছিল। সেক্ষেত্রে মাদক, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ এখানে হতো। তখন সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারতো না। এজন্য মহদেবপুর এলাকাসহ পৌর ও সদর উপজেলার মধ্যে আওয়ামী লীগের সন্ত্রাসীদের কোনোভাবে মাথাছাড়া দিয়ে উঠার সুযোগ দেওয়া যাবে না।’
শনিবার (৩০ আগস্ট) বিকালে ফেনী পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে পৌর বালিকা বিদ্যানিকেতন স্কুল মাঠে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা সবাই পালিয়ে যাননি, তারা গুপ্তভাবে বসে আছেন। নিজেদের শক্তি ও কর্মী উপস্থিতি বাড়াতে গিয়ে আওয়ামী লীগের দোসরদের এনে দলে ভিড়াবেন না। আওয়ামী লীগের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।’
ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক খুরশিদ আলম ভুঁইয়া, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন সুমন।
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ আবুল হাসনাত শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপির ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন